Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালপুরে ধানের শীষ প্রার্থীর গণসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ২১:৫৬

লালপুরে ধানের শীষ প্রার্থীর গণসংযোগ। ছবি: সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৫৮ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালপুর ইউনিয়নের মহেশপুর, লালপুর কলোনি পাড়া, রামকৃষ্ণ পুর, কসাইপাড়া, টুনি পাড়া, ও লালপুর বাজারে গণসংযোগ করে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের জন্য ভোট চান । এ সময় তিনি নাটোর-১ আসনের ভোটারদের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

ফারজানা শারমিন পুতুল জানান, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দল তাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছে। তিনি নির্বাচিত হলে এই এলাকায় ব্যাপক উন্নয়ন করবেন। এলাকার নানা রকম সমস্যা দূর করার প্রতিশ্রুতিও দেন ভোটারদের। তিনি সুষ্ঠ ও শান্তি পূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন প্রশাসনসহ নির্বাচন কমিশনের কাছে।

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মী, সমর্থক ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর