Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ভোটার উপস্থিতির আহ্বান হাবিবের

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ২১:৫৮

ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব

ঢাকা: ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি ভোটাধিকার ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের ফল। এই নির্বাচনে সর্বোচ্চ ভোটার উপস্থিতির মাধ্যমেই শহিদদের রক্তের প্রতি প্রকৃত সম্মান জানাতে হবে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও এক নম্বর ওয়ার্ডের জোড়পুকুরপাড় মাঠের কাঠপট্টিতে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, বাংলাদেশের মানুষ পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে এই দেশ গড়ে তুলেছে। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে হাজার হাজার সহযোদ্ধা জীবন দিয়েছেন। বিশেষ করে জুলাই-আগস্টের আন্দোলনে শহিদ শরীফ ওসমান হাদিসসহ অনেকেই রক্ত দিয়ে গেছেন। এসব আত্মত্যাগের ইতিহাস ভুলে যাওয়ার সুযোগ নেই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চরম ত্যাগ স্বীকার করতে হয়েছে। তিনি স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন এবং মিথ্যা মামলায় কারাবরণ করেছেন।

হাবিবুর রশিদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত হয় এবং নির্বাচন অংশগ্রহণমূলক হয়, তাহলে শহিদদের পরিবার অন্তত মানসিক শান্তি পাবে। তারা বলবে, যে আদর্শের জন্য তাদের সন্তান জীবন দিয়েছে, সেই আদর্শ রক্ষায় দেশের মানুষ ভোট দিয়ে সম্মান জানিয়েছে।

এলাকার মানুষের কষ্টের কথা তুলে ধরে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি এই এলাকায় বসবাস করছেন এবং এলাকার অলিগলি তার চেনা। তার বাসা সবার জন্য উন্মুক্ত, রাস্তায় দেখলেই তাকে ডাকা যায়। তিনি এলাকার সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গে হাবিবুর রশিদ জানান, প্রায় ৫৪ বছর বয়সে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তার দ্বারা কেউ কখনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তা খোঁজ নেওয়ার আহ্বান জানান তিনি। এলাকার মানুষ যদি তাকে একজন ভালো মানুষ হিসেবে বিবেচনা করেন, তাহলে তার নেত্রী, দল এবং শহিদ সহযোদ্ধাদের সম্মানে একটি ভোট দেওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, একজন মানুষ যদি নিজের আত্মীয়স্বজন ও পরিচিতদের উদ্বুদ্ধ করেন, তাহলে একজন থেকেই ৫০ থেকে ১০০টি ভোট সংগ্রহ করা সম্ভব। আজ যদি এখানে ২০০ মানুষ উপস্থিত থাকেন, তাহলে সেটিই ২০ হাজার মানুষের শক্তিতে পরিণত হতে পারে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা’ এই বিশ্বাস নিয়েই তিনি রাজনীতি করেন।

ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের সময় নয়, সব সময়ই তাকে এলাকায় পাওয়া যাবে।

আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর