Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দিনের নির্বাচনি সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ০৯:৩৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১০:০৪

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: দীর্ঘ ১৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পৈতৃক জেলা বগুড়া ও উত্তরবঙ্গের নির্বাচনি জনপদে ফিরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ থেকে তিন দিনের উত্তরবঙ্গ সফর শুরু করতে যাচ্ছেন তিনি।

রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে একাধিক নির্বাচনি জনসভায় অংশ নেবেন। এর আগে, গত রোববার জনসভাস্থল পরিদর্শন শেষে বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এই সফরের আনুষ্ঠানিক আগাম বার্তা দিয়েছিলেন।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে রাজশাহী অবতরণের মাধ্যমে তার নির্বাচনি মিশন শুরু করবেন তারেক রহমান। সেখানে পৌঁছে প্রথমে তিনি শাহ মখদুম (রাহ:) এর মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ২টায় রাজশাহী মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

বিজ্ঞাপন

রাজশাহী থেকে সড়কপথে নওগাঁর কাজীর মোড়ে এটিএম মাঠে বিকেল সাড়ে ৫টায় আরও একটি জনসভায় যোগ দেবেন তারেক রহমান। নওগাঁর কর্মসূচি শেষে তিনি সড়কপথে তার পৈতৃক জেলা বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানে সন্ধ্যা সাড়ে ৭টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য দেবেন। এরপর বৃহস্পতিবার রাতটি তিনি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে কাটাবেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে তারেক রহমান প্রথমবারের মতো সরাসরি প্রার্থী হিসেবে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯ বছর পর তার এই বগুড়া সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

বগুড়া-৬ (সদর) আসনটি বরাবরই বিএনপির অভেদ্য দুর্গ হিসেবে পরিচিত। ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা চারবার এই আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে এখানে জয়লাভ করেছিলেন। এবার নিজের পৈতৃক এই আসনে তারেক রহমান সরাসরি লড়ছেন, যা এই অঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় তিনি রংপুরের পীরগঞ্জে যাবেন শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করতে। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। ওইদিন রাতও তিনি বগুড়াতেই অবস্থান করবেন।

সফরের শেষ দিন শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক ও বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি জনসভায় অংশ নিয়ে তিনি ঢাকায় ফিরবেন। দেশে ফেরার পর এটিই তারেক রহমানের প্রথম পূর্ণাঙ্গ উত্তরবঙ্গ সফর।

এর আগে, তিনি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করে দেশের বিভিন্ন জেলা সফর করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর