Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সবার আগে বাংলাদেশ’ পডকাস্টের ঘোষণা বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৪:৪৭

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মাহ্দী আমিন।

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে ‘সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান’ শীর্ষক এক ব্যতিক্রমি পডকাস্ট শো’র আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মাহ্দী আমিন।

এই পডকাস্টের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি দেশের মানুষের সামনে তার রাষ্ট্র পরিচালনার দর্শন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনকল্যাণমূলক কর্মসূচিগুলো তুলে ধরবেন।

বিজ্ঞাপন

মাহ্দী আমিন জানান, এই পডকাস্ট কেবল একমুখী বক্তব্য নয়, বরং এটি সাধারণ মানুষের প্রত্যাশা অনুধাবন এবং বিএনপির স্পষ্ট অঙ্গীকার জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটি ঐতিহাসিক উদ্যোগ।
তিনি বলেন, তারেক রহমান এই আয়োজনে বিএনপির প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’, শিক্ষা খাতের বৈপ্লবিক সংস্কার, সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতকরণ এবং টেকসই পরিবেশ রক্ষায় নদী-খাল খননসহ বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা করবেন। এ ছাড়া তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়েও বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা এই পডকাস্টে উঠে আসবে।

সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন বিএনপি চেয়ারম্যানের নির্বাচনি সফরের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেন।

তিনি জানান, তারেক রহমান আকাশপথে রাজশাহীতে পৌঁছেছেন। সেখানে শাহ মাখদুম (রাহ.) এর মাজার জিয়ারত শেষে মাদরাসা মাঠে এক বিশাল নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন। এরপর পর্যায়ক্রমে নওগাঁ ও বগুড়ায় একাধিক জনসভায় অংশ নেবেন তিনি এবং বৃহস্পতিবার রাতে বগুড়াতেই অবস্থান করবেন।

‘আগামীকাল ৩০ জানুয়ারি তিনি রংপুরের পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং বিকেলে রংপুর ঈদগাঁও মাঠে জনসভায় ভাষণ দেবেন। সফর শেষে ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ ও টাঙ্গাইল হয়ে সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।’

বিশ্ব রাজনীতিতে তারেক রহমানের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার প্রসঙ্গ টেনে মাহ্দী আমিন বলেন, ‘‘সম্প্রতি বিশ্বখ্যাত ‘টাইম ম্যাগাজিন’ তাদের এক বিশেষ প্রতিবেদনে বিএনপি চেয়ারম্যানকে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ‘ক্লিয়ার ফ্রন্টরানার’ হিসেবে অভিহিত করেছে। ওই প্রতিবেদনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা এবং দেশের ৭০ শতাংশ মানুষের সমর্থনের চিত্র ফুটে উঠেছে।’’ দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফিরে তারেক রহমান যে আধুনিক ও নীতি-নির্ভর রাজনীতির সূচনা করেছেন, টাইম ম্যাগাজিন তার ভূয়সী প্রশংসা করেছে বলে তিনি উল্লেখ করেন।

রাজধানীর ঢাকা-১৭ আসনকে ‘সবার ঢাকা-১৭’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আজ একই অনুষ্ঠানে একটি অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজের উদ্বোধন করা হয়। মাহ্দী আমিন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঢাকা-১৭ আসনকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। রাজনৈতিক দূরত্বের অবসান ঘটিয়ে সুস্থ গণতান্ত্রিক আলোচনার পরিবেশ তৈরি করতেই বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে নির্বাচনি ময়দানে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর