Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশব্যাপী নারীদের ওপর হামলার প্রতিবাদে রাবি ছাত্রীসংস্থার সংবাদ সম্মেলন

রাবি করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৫:৫৪

বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে ছাত্রীসংস্থার সংবাদ সম্মেলন

রাজশাহী: চলমান নির্বাচনি প্রচারে দেশব্যাপী নারীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

এ সময় শাখা ছাত্রীসংস্থার পক্ষ থেকে দেশব্যাপী নারীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে রাবি শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী ও রাকসুর নারীবিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা বলেন, ‘সম্প্রতি নির্বাচনি প্রচারে ইসলামী ছাত্রীসংস্থাকে হুমকি দেওয়া হয়েছে এবং মহিলা জামায়াতের নারী কর্মীদের শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করা হয়েছে। লালমনিরহাট, কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, ভোলা, মিরপুর, মেহেরপুর ও কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে ভোটের প্রচারে চলাকালীন সময়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মহিলা জামায়াত ও সাধারণ নারীদের গালিগালাজ, হেনস্তা এবং মারধরের মতো ঘটনা ঘটিয়েছে। যার ফলে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’

বিজ্ঞাপন

দাবি জানিয়ে তিনি বলেন, ‘অবিলম্বে সকল হামলাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, ভুক্তভোগী নারী কর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় সন্ত্রাস রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া, যেসব নেতা-কর্মী প্রকাশ্যে নারীদের হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাসহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশে সকল দলের নারী-পুরুষ কর্মীরা যেন নিরাপদে প্রচার চালাতে পারেন—এটি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা বিগত দিনগুলোতে দেখেছি নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আশা করি দেশের সকল সচেতন নাগরিক এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন। পরবর্তীতে আমাদের কোনো কর্মসূচি থাকলে আমরা অবশ্যই জানিয়ে দেব।’

এ সময় সংবাদ সম্মেলনে শাখা ছাত্রীসংস্থার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর