Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি এক বছরে ১ কোটি যুবকের চাকরির ব্যবস্থা করবে: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৬:১১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে এক কোটি যুবকের চাকুরির ব্যাবস্থা করব। কৃষি ভিত্তিক শিল্প গড়ে তুলব।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, জামায়াত সেটা মেনে নিতে পারে না।

মির্জা ফখরুল বলেন, ধানের শীষের বিকল্প নাই, বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। ৭১ সালে পাকহানাদার বাহিনী সব কিছু পুড়ে দিয়েছিল। আমার শুধু শহরের বাড়িটা ছাড়া কিছু ছিল না। তখন তাদেরকে কারা সহযোগিতা করেছে, সেটা আপনারা ভালো করে জানেন। মাফ চাইছে, মাফ চাইনি। তারা উলটোটা আমাদেরকে প্রশ্ন করে, কেন আমরা যুদ্ধ করেছি।

বিজ্ঞাপন

এ সকলের উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, স্থানীয় বিএনপি নেতা রোকন উদ্দিন ভুইয়া, রেদওয়ানুল হক রেদো শাহসহ অনেকে।

এর আগে তিনি সালন্দর মানব কল্যাণ পরিষদ পাড়ায় নির্বাচনি সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর