Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই: তারেক রহমান

রাবি করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৬:৫১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:৪১

রাজশাহীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

রাজশাহী: আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘রাজশাহীবাসী ধানের শীষকে বিজয়ী করলে রাজশাহীবাসীর জন্য খাল খনন, পদ্মা নদী খনন, বেশিদিন আম সংরক্ষণের হিমাগার তৈরি, হাসিনার করা অচল আইটি পার্ক সচল, ভোকেশনাল ইন্সটিটিউট স্থাপন, দলমত নির্বিশেষে প্রত্যেক মাকে ফ্যামিলি কার্ড দেওয়া, বিশেষায়িত হাসপাতাল স্থাপন, কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি স্থাপন ও কৃষককে কৃষি কার্ড করা হবে। একইসঙ্গে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই ও বরেন্দ্র প্রকল্প চালু করতে চাই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলন, ‘একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়। নির্বাচন যেন বানচাল না হয় সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। আমরা দল দেখব না, ধর্ম দেখব না, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। আমরা দেশের শান্তি চাই।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমরা অন্যের সমালোচনা করতে চাই না, ঝগড়া বিবাদে জড়াতে চাই না। অন্যের সমালোচনা করলে আপনাদের জন্য পদ্মা ব্যারেজ নির্মাণ হবে না, বরেন্দ্র প্রকল্প চালু হবে না, জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না তাই আমরা সমালোচনা না করে কাজ করতে চাই।’

তারেক রহমান বলেন, ‘অবান্তর ঘটনা ঘটলে সঠিক তদন্ত হতে হবে, বিচার হতে হবে। বিএনপির পক্ষ থেকে সহযোগিতা থাকবে।’

মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন-অর-রশিদ সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, রাজশাহী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের প্রার্থী ডি এম জিয়াউর রহমান, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী ৬ (বাঘা-চারঘাট) আসনের প্রার্থী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ।

জনসভায় আরও বক্তব্য দেন নাটোর-১ আসনের প্রার্থী ফারজানা শারমীন, নাটোর-২ আসনের প্রার্থী বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার, নাটোর-৩ আসনের প্রার্থী আনোয়ার হোসেন, নাটোর-৪ আসনের প্রার্থী আবদুল আজিজ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী বিএনপি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী বিএনপির শিল্প ও বানিজ্যবিষয়ক সহ-সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোহা. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী সাবেক এমপি মো. হারুনুর রশিদ।

রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে বিএনপির নির্বাচনি জনসভা

এদিন সকাল থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত করে দলে দলে রাজশাহী জেলা ও মহানগর শাখা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগদান করেন। এতে ধীরে ধীরে জনসমুদ্রে রূপ দেয় মাদরাসা ময়দান। সমাবেশকে কেন্দ্র করে মহানগরীর তালাইমারী, ভদ্রা, রেলগেট, নগরভবন, লক্ষ্মীপুর, আলুপট্টি, জিরো পয়েন্ট, সি অ্যান্ড বি মোড়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে, দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর শাহ মাখদুম বিমান বন্দরে অবতরণ করেন তিনি। পরে দুপুর দেড়টায় হযরত শাহ মাখদুম (রা.) এর মাজার জিয়ারত শেষে মাদরাসা ময়দানের জনসভায় যোগদান করেন।

সারাবাংলা/এনএমই/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর