Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদদের প্রতি সম্মান জানাতে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান বিএনপি প্রার্থী হাবিবের

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৮:০৪

ঢাকা ৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

ঢাকা: শহিদদের প্রতি সম্মান জানাতে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা ৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, অনেক রক্তের বিনিময়ে এই নির্বাচন অর্জিত হয়েছে, তাই দেশের নাগরিক হিসেবে সবার ন্যূনতম দায়িত্ব হলো ভোটাধিকার প্রয়োগ করা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও থানার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোড়ান ছাপরা মসজিদ এলাকায় আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘আমরা যদি নিজেদের এই দেশের নাগরিক মনে করি এবং আমাদের সন্তানদের জন্য একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, তাহলে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। ব্যাপক ভোটার উপস্থিতির মাধ্যমেই বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনকে ঘিরে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। মানুষ যদি ভোটকেন্দ্রে না যায় এবং ভোট না দেয়, তাহলে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা নতুন করে ষড়যন্ত্রের সুযোগ পাবে। এতে ভবিষ্যতে বাংলাদেশের গণতান্ত্রিক অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে।

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, যাকেই ভোট দেওয়া হোক না কেন, ভোটকেন্দ্রে উপস্থিত হওয়াই শহিদদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, তিনি শতাধিক মিথ্যা মামলার আসামি হয়েছেন, সাতবার কারাবরণ করেছেন এবং দুইবার হত্যাচেষ্টার শিকার হয়েছেন। তবে এসব ত্যাগ কোনো প্রতিশোধের রাজনীতির জন্য নয়, বরং আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই।

এ সময় তিনি ঢাকা–৯ আসনের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকা অবহেলিত থাকায় গ্যাস সংকট, জলাবদ্ধতা, নষ্ট সড়ক, খেলার মাঠ ও কমিউনিটি সেন্টারের অভাবসহ সেতু নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে। এসব সমস্যা সমাধানে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

শেষে তিনি বলেন, একটি নিরাপদ, মানবিক, সম্প্রীতিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যাশায় তিনি ভোটারদের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর