Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান আমিনুলের

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৮:০৯

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

ঢাকা: আগামী ১২ তারিখের নির্বাচনকে সামনে রেখে ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার বিকেলে নির্বাচনি প্রচারণার অষ্টম দিনে মিরপুর ৬ নম্বর টি-ব্লকের বস্তি এলাকায় গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

আমিনুল হক বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলোকে বড় করে দেখিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। তিনি দাবি করেন, এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা একমাত্র বিএনপির রয়েছে। অপরদিকে জামায়াত মিথ্যাচার ও প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

আমিনুল হক অভিযোগ করেন, জামায়াত ঘরে ঘরে গিয়ে জাতীয় পরিচয়পত্র ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা ভোট জালিয়াতির আশঙ্কা তৈরি করছে এবং এটি গণতন্ত্রের জন্য হুমকি।

তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি সহনশীলতা বজায় রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আগামী ১২ তারিখ একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের সচেতন জনগণ ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর