ঢাকা: ঢাকা-৪ আসনের নির্বাচনি প্রচারণায় নারী নেত্রীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজধানীর কদমতলীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কদমতলী থানার মহিলা বিভাগ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি কদমতলীর কুদরত আলী বাজার মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে স্থানীয় জামায়াতের কয়েক হাজার নারী কর্মী রাজপথে নেমে আসে।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, ঢাকা-৪ আসনের নির্বাচনি পরিচালক আব্দুর রহিম জীবন, ঢাকা-৪ আসন পরিচালিকা (মহিলা বিভাগ) নারগিস খান, জোন পরিচালক রাবেয়া খানম, মহানগরীর আইটি পরিচালক তানহা আজমী প্রমুখ।
মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আয়েশা সিদ্দিকা পারভীন বলেন, ঢাকা-৪ সংসদীয় আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের পক্ষে প্রচারণাকালে কদমতলী ৫২ নম্বর ওয়ার্ডের ডিপটির গলির কাইল্লা পট্টিতে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জামায়াত নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবিকে হত্যার উদ্দেশ্যে যুবদলের সন্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা সরাসরি নারীর প্রতি সহিংসতার শামিল। নারীর নিরাপত্তা, নারীর স্বাধীনতা ও নারীর অধিকার লুন্ঠন করে বিএনপি বাংলাদেশে নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়।
গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে বিএনপি আওয়ামী লীগের মতোই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে জামায়াতের নির্বাচনী প্রচারণায় বাঁধা দিয়েছে। তারা অস্ত্র ও সন্ত্রাসের মাধ্যমে মূলত নির্বাচনি পরিবেশ বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিঘ্ন ঘটলে জুলাই আন্দোলনের মতো আবারও নারী সমাজ রাজপথে নেমে আসতে বাধ্য হবে।