Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ বছর আ.লীগের চাপে থেকেও আপস করিনি: পার্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ২০:৪০

কাচিয়া ইউনিয়নে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত

ভোলা: ১৭ বছর আওয়ামী লীগের চাপে থেকেও আপস করেননি বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনে বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, আমি যদি তাদের সঙ্গে হাত মিলাতাম তাহলে আমার এমপি থাকার বয়স হতো ১৫ বছর, আমি মন্ত্রী থাকতাম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের পরানগঞ্জ মাদ্রাসা মাঠে স্থানীয় বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্থ আরও বলেন, ‘গত১৭ বছরে আওয়ামী লীগ এপার-ওপার করে আমার এত ক্ষতি করেছে, তারপরও এক টাকার দুর্নীতি কোনোদিন খুঁজে পায় নাই। সবসময় আমি বলেছি, আল্লাহতালা একজায়গায় বড় করে। আমার বাবা মৃত্যুর সময় আমাকে বলে গেছে, বাবা ম্যাডামকে ছেড়ে (বেগম খালেদা জিয়া) যাবি না। গাছ এক জায়গায় বড় হয়, সব জায়গায় বড় হয় না।’

বিজ্ঞাপন

এ ছাড়া, ভোলার সামগ্রিক উন্নয়নের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গরুর গাড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট ইউছুব সভাপতিত্বে বক্তব্য দেন- ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, হারুনর রশিদ ট্রুমেন, এনামুল হক, সদস্য সচিব রাইসুর আলম, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা ছাত্র দল এর সম্পাদক আল আমিন হাওলাদার, বিল্লাল হোসেন । ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহ প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর