Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ২৭ নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ২২:৫৫

ঢাকা: দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির বিভিন্ন পর্যায়ের ২৭ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলার ভালুকা উপজেলা বিএনপি, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন নেতা দলীয় শৃঙ্খলাভঙ্গ করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন- ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সালাহ উদ্দিন, মো. শহিদুল ইসলাম শহিদ, সারোয়ার জাহান এমরান, উপজেলা বিএনপির সদস্য মোস্তফিজুর রহমান মামুন, মাওলানা মফিজুল ইসলাম, আবু সাঈদ জয়েল, নাইমুল করিম জান্নাতসহ একাধিক নেতা।

এছাড়া সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহসভাপতি জি এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবরসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদেরও বহিষ্কার করা হয়েছে।

সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপির সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক ও সদস্য পর্যায়ের একাধিক নেতাও এই বহিষ্কারের আওতায় পড়েছেন।

বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ভবিষ্যতে শৃঙ্খলা পরিপন্থী আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর