Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির ইশতেহার ঘোষণা ৩০ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ২২:৫৭

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুক্রবার (৩০ জানুয়ারি) তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বার্তায় এনসিপির নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম জানান, এবারের ইশতেহারের মূল মোটো হবে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব। ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী অধিকার, কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক শিক্ষানীতি প্রণয়ন এবং জলবায়ু সংকট মোকাবিলার ওপর।

তিনি আরও জানান, রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হবে। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

নির্বাচন সামনে রেখে এনসিপির এই ইশতেহার ঘোষণাকে দলটির রাজনৈতিক অবস্থান ও অগ্রাধিকার স্পষ্ট করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর