বগুড়া: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট জয়লাভ করলে বগুড়া জেলাকে উন্নয়নের মডেল করা হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় বগুড়ার আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত আদমদীঘি টু সান্তাহার মার্চ ফর দাঁড়িপাল্লা উপলক্ষ্যে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে বগুড়াকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছিল। এবার সেটির অবসান হবে। বগুড়ার দুপচাঁচিয়াতে ফ্লাইওভার ও সান্তাহারে আন্ডারপাস নির্মাণ করা হবে। বগুড়া এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট নির্মাণ করা হবে।
তিনি বলেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তিনি একজন সফল ইউপি চেয়ারম্যান। তিনি নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন করতে পারবেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে আসিফ মাহমুদ বলেন, আপনারা শেখ হাসিনাকে ফিরে আনার চেষ্টা করছেন। বাকশাল কায়েমের পরও আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন। এবার যদি ফ্যাসিবাদী শেখ হাসিনাকে ফিরে আনতে চান সেটা হবে ভুল সিদ্ধান্ত। এই তৎপরতা বন্ধ করুন। আপনাদের ভুলের খেশারত আপনাদেরকেই দিতে হবে। আর কেউ যেন স্বৈরাচার হতে না পারে। চাকরিতে আর যেন কাউকে ঘুষ দিতে না হয়। এ জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আদমদীঘি উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম এবং সোহেল রানার সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ আব্দুল হক সরকার, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তাহমিম ইমতিয়াজ, এনসিপির কেন্দ্রীয় নেতা ফয়সাল মাহমুদ, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল, রাকসু ভিপি মোস্তাকুর রহমান, জকসু জিএস আব্দুল আলিম আরিফ, জেলা ছাত্র শিবির সভাপতি সায়েদ কুতুব সাব্বির, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির নজরুল ইসলাম, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. ইউনুছ আলী, আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা এনামুল হক প্রমুখ।
জনসভা শেষে সান্তাহার অভিমুখে মার্চ ফর দাঁড়িপাল্লা রোড মার্চ কর্মসূচি পালন করা হয়।