Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারতে যাচ্ছেন আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ২১:০১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শেরপুরে নির্বাচনি সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করতে যাবেন।

শনিবার (৩১ জানুয়ারি) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জামায়াত আমির ডা. শফিকুর রহমান রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহিদ রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং কবর জিয়ারত করতে শেরপুরের শ্রীবরদী যাবেন। পরে তিনি কয়েকটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

সফর সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১ টায় শেরপুর জেলা শহরে নির্বাচনি জনসভা। দুপুর সাড়ে ১২ টায় জামালপুরে নির্বাচনি জনসভা। সবশেষ ঢাকায় ফিরে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও পথসভা করবেন ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি শান্ত হলেও সন্ধ্যার আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল নিজের নেতা-কর্মীদের নিয়ে শহরের দিকে এগোতে চাইলে প্রশাসনের বাধার মুখে পড়েন। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। এতে গুরুতর আহত হন রেজাউল করিম। পরে ময়মনসিংহে নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর