Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনে লীগ পালিয়ে যায়, বিএনপি কখনো পালায় না: আব্দুস সালাম

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ২১:৫২

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম।

ঢাকা: আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও জামায়াত নিজেদের স্বার্থে রাজনীতি করলেও বিএনপি সবসময় জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম।

তিনি বলেন, আওয়ামী লীগ ও জামায়াত রাজনীতি করে নিজেদের জন্য, আর বিএনপি করে জনগণের জন্য। এ কারণেই আন্দোলনে লীগ পালিয়ে যায়। বিএনপি কখনো পালায় না।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেক বিএনপি কার্যালয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন ‘সেনাদল’র উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি সভায় এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মতিউর রহমান।

বিজ্ঞাপন

আব্দুস সালাম আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, এবারের নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে যদি জনগণ ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে দেশ অনেক দূরে পিছিয়ে যাবে। একসময় এ দেশকে করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। আমরা কি দেশ স্বাধীন করেছি করদ রাজ্য বানানোর জন্য? মোটেও না। এখন জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, দেশকে পরাধীন করবে, নাকি স্বাধীনতা অক্ষুণ্ন রাখবে।

নির্বাচনের বিরোধিতাকারীদের সমালোচনা করে তিনি বলেন, যারা নির্বাচন হবে কি না তা নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তারা দেশের মঙ্গল চায় না। বিএনপির প্রতিদ্বন্দ্বীরা কিছুদিন আগেও আওয়ামী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে এবং গোপনে সহযোগিতা করেছে।

একটি গোষ্ঠী জামায়াতকে বিএনপির প্রতিদ্বন্দ্বী বানানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, অতীতে তাদের অবস্থান বিএনপির ধারেকাছেও ছিল না। তারা কখনো ঢাকা থেকে একটি আসনেও জয়লাভ করতে পারেনি।

তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, তারেক রহমান নির্বাচিত হলে দেশে বেকারত্ব ও দারিদ্র্য দূর হবে এবং মানুষ না খেয়ে মরবে না।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, সম্প্রতি যারা নির্বাচিত হয়েছে তারা কিছুদিন আগেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। অথচ ৫ আগস্টের পর তারা নিজেদের ছাত্রশিবিরের কর্মী দাবি করছে। বিএনপি ক্ষমতায় এলে এরাই আবার ক্ষমা চাইবে।

জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, জিয়াউর রহমান ক্যু করে ক্ষমতায় আসেননি। সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে তাকে বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছে। সেই আস্থা আজও সৈনিকদের মধ্যে তারেক রহমানের প্রতি অটুট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনার বলেন, ভোটের দিন সকাল-সকাল কেন্দ্রে চলে যাবেন। ভোট বাক্স কেন্দ্রে পৌঁছানোর পর থেকেই সতর্ক নজর রাখবেন, যাতে কেউ কোনো ধরনের জালিয়াতি করতে না পারে।

সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার মতিউর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুজ্জামান, সার্জেন্ট মো. আব্দুল বাতেন, সার্জেন্ট আব্দুল হক, কর্পোরাল জমশেদ, ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার রওশন আলী, সৈনিক দুলাল হোসেন, যুবদল নেতা সাজ্জাদুল ইসলাম মিরাজ ও সার্জেন্ট ইমামুল হকসহ অন্যান্যরা।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর