ঢাকা: দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৬ জন নেতাকে বহিষ্কার করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাইজুল ইসলাম, জেলা শাখার অধীনস্থ মীরকাদিম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহেদুল ইসলাম আসিফ, মুন্সীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব সিয়াম সাজ্জাদ সরকার এবং গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম আহমেদ অপুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক দলীয় নির্দেশ অমান্য করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই অভিযোগে চাঁদপুর জেলা ছাত্রদলের অধীন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মেহেদী হাসান মঞ্জু এবং সদস্য সচিব মো. আবু ইউসুফ চৌধুরী শাওনকেও সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।