Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার মুক্তি চেয়ে স্বেচ্ছাসেবক দলের মিছিল


২১ জুন ২০১৯ ১৬:৪৪

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে রাজধানীতে মিছিল করেছে দলটির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (২১ জুন) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে নয়াপল্টনে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মিছিলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, দক্ষিণের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজ, দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি রফিক হাওলাদার, সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনু মোহাম্মদ শামীম আজাদ, ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সহ-সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, কাদের হালিমী, ইলিম মোহাম্মদ নাজমুল, ঢাকা মহানগর উত্তরের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন মুন্না, স্বেচ্ছাসেবক দল সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, কুমিল্লা উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, তাঁতী বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মনির, মোফাজ্জল হোসেন নিটল, ঢাকা জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা জেলা শাখা ওয়াহিদুর রহমান বাণী, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আনোয়ার সাদত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি জাকারিয়া সালেহ স্বপন, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন সানু, নারাায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি আবুল কাউসার আশা, সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ছক্কু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, গাজীপুর জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক নুরুল আলম, গাজীপুর জেলার সহ-সভাপতি শিপলু বকশী, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, ১ম যুগ্ম সম্পাদক মো. মতিউর রহমান মতি, মাহমুদ হাসান টিপু, গাজীপুর মহানগর শাখার সভাপতি আরিফ হাওলাদার, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহীন, সিনিয়র সহ-সভাপতি গাজী সালাহ উদ্দিন, সহ-সম্পাদক এম জি মাসুম রাসেল, ফরহাদ উদ্দিন, মাহমুদুল বারী, অমিত হাসান হাফিজ, খোরশেদ আলম পাটোয়ারী, বলাল আহমেদ, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, দক্ষিণের বর্তমান সাংগঠনিক সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর কাদির ঝিলন, সদস্য এ বি এম মুকুল, ডা. মো. জাহিদুল কবির জাহিদ, মোজাম্মেল হক মৃধা, আরিফ মেহেদী, এস এম সায়েম, কেন্দ্রীয় নেতা নুরুজ্জামান সরদার, ড. মো. মফিদুল আলম খান, হাজী আনোয়ার হোসেন, ইউসুফ হারুন পাটোয়ারী, সরোয়ার ভুঁইয়া রুবেল, আবদুল্লাহ আল মামুন, এস এম ডালিম শিকদার, মোরশেদ আলম, আনিসুর রহমান সুজন, আবু জাফর বাদল, আলমগীর হোসেন শাহীনসহ স্বেচ্ছাসেবক দলের কয়েকশত নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বিএনপির চেয়ারপারসন ও চারবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারবন্দি রেখে এবং তার জামিনে বাধা সৃষ্টি করেও সরকার নিশ্চিন্ত থাকতে পারছে না। তারা বেগম খালেদা জিয়ার প্রতি অতি মাত্রায় বেপরোয়া ও নিষ্ঠুর হয়ে উঠেছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে সম্পূর্ণরূপে দস্যুবৃত্তির নীতিতে দেশ পরিচালনা করছে বলেই দেশে কবরের নিস্তব্ধতা বিরাজ করছে।’

সারাবাংলা/এজেড/একে

খালেদা খালেদা জিয়া বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর