Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার সপ্তাহের মধ্যে বিভাগীয় পর্যায়ে কর্মসূচি দেবে বিএনপি


২২ জুন ২০১৯ ২০:১২

ঢাকা: কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে আগামী চার সাপ্তাহের মধ্যেই বিভাগীয় পর্যায়ে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি।

শনিবার (২২ জুন) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন,‘স্থায়ী কমিটির সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন আরও বেগবান করার জন্যে কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী চার সাপ্তাহের মধ্যে দেশের সকল বিভাগীয় শহরে দেশনেত্রীর মুক্তির দাবিতে কর্মসূচি গ্রহণ  করা হবে। এই কর্মসূচিতে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা মহানগরেও এই চার সাপ্তাহের মধ্যে দল, অঙ্গদল ও সহযোগী সংগঠনসমূহের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।’

কর্মসূচির ধরন কেমন হবে?— এক সাংবাদিকের এমন প্রশ্নের  জবাবে তিনি বলেন,‘গণতান্ত্রিক যেসব কর্মসূচি আছে, যেমন- বিক্ষোভ সমাবেশ, মিছিল, প্রতিবাদ সভা, সমাবেশ ইত্যাদি হবে।‘

সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য অসত্য— এমন দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী সংসদে রুপপুর পারমানবিক প্রকল্পের প্রকৌশলী মাসুদুল আলম সম্পর্কে একটা বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে তিনি(প্রধানমন্ত্রী) বলেছেন, ওই প্রকৌশলী ছাত্রদলের বুয়েটের ভিপি ছিলেন। এটা সর্বেবই মিথ্যা, একেবারে অসত্য কথা তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন। একজন প্রধানমন্ত্রীর একরম অসত্য বক্তব্য অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য।’

তিনি বলেন, প্রকৌশলী মাসুদুল আলম বুয়েটের ছাত্র নন। তিনি খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ছাত্র। আমরা তার সব ডাটা সংগ্রহ করেছি। সে কুয়েটের একেএম ফজলুল হকের রুম নং ২৬। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তার রোল নম্বর ৯২১৩৫। সে কোনো দিনই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সম্ভবত সে বাম ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল। সে এখন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাথে জড়িত।’

মির্জা ফখরুল জানান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সোহেল তাজের ভাগ্নেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দাও জানিয়েছে স্থায়ী কমিটি। সোহেল তাজের ভাগ্নে উদ্ধার হলেও বিএনপি নেতা ইলিয়াস আলী, পারভেজ আলম হীরু, চৌধুরী আলমসহ গুম হওয়ার নেতা-কর্মীদের কোনো তথ্য সরকার না দিতে পারায় বিএনপি হতাশ ও ক্ষুব্ধ।

ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাদের কর্মসূচি থেকে সরে আসার আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন,‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের অল স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন। অর্থাৎ ছাত্রদলের রাজনীতি সাথে যারা অতীতে জড়িত ছিলেন, নেতা ছিলেন, বর্তমানে যারা নেতা আছেন এবং যারা এখন বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন সকলের সঙ্গে উনি কথা বলেছেন। কথা বলার পরই দল থেকে একটা সিদ্ধান্ত তাদেরকে দেওয়া হয়েছে। সতুরাং এখন যে আন্দোলন হচ্ছে এটা খুব একটা যুক্তিসঙ্গত আন্দোলন নয়।’

মির্জা ফখরুল বলেন, ‘তারা (বিক্ষুব্ধ ছাত্রনেতা) দলের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ, কর্মী-নেতা তারা অন্যান্য অঙ্গসংগঠনে যুক্ত হতে পারেন। আমার মনে হয় তাদের উচিত হবে, এই বিষয়টা বিবেচনায় নিয়ে এই আন্দোলনটা বন্ধ করে দিয়ে প্রয়োজনে তারা কথা বলতে পারে। কিন্তু আজকে যেটা তারা করেছে এটা ভীষণভাবে নিন্দনীয়। এটাকে কোনো মতেই গ্রহণ করা যায় না। আমরা আহবান করি, দ্য শুড উইথ ড্র। তাদের আন্দোলন প্রত্যাহোর করে নেওয়া উচিত এবং শান্তিপূর্ণ অবস্থানে ফিরে আসা উচিত।’

স্থায়ী কমিটির বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন,ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী,সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

সারাবাংলা/এজেড/একে

খালেদা জিয়া টপ নিউজ বিএনপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর