Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরোধী দলের অস্তিত্ব মুছে দিতে চায় সরকার: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২১ ২২:৫৯

ফাইল ছবি

ঢাকা: সরকার বিরোধী দলের অস্তিত্ব মুছে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাটের খবরে এ বিবৃতি দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। দেশে রাজনীতি ও গণতন্ত্র চর্চার পথ বর্তমান কর্তৃত্ববাদী সরকার রুদ্ধ করে দিয়েছে। ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে তাদের সন্ত্রাসী হামলা, লুটপাটের ঘটনা সেটাই প্রমাণ করে।’

মির্জা ফখরুল বলেন, ‘হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন রহস্যজনক। গণতন্ত্রবিরোধী সরকার দেশে বিরোধী দলের স্বাধীন অস্তিত্বটুকু মুছে দিতে চায়। সরকার দমন-পীড়ন, হত্যা, গুম, নির্যাতন, হামলা, মামলা করে ভিন্ন মত ও পথের রাজনীতিকে স্তব্ধ করে দিয়ে একদলীয় বাকশালী রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।’

বিবৃতিতে ন্যাক্কারজনক হামলা, ভাঙচুর ও লুটপাটের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিএনপির মহাসচিব।

সারাবাংলা/এজেড/এমও

বিরোধী দল মির্জা ফখরুল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর