Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্রের খাদে বিএনপি : ওবায়দুল কাদের


২৭ নভেম্বর ২০১৭ ০৭:১২

স্পেশাল করসপন্ডেন্ট

সারাবাংলা

‘বিএনপির এখন গণতন্ত্রের খাদে পড়েছে। গত সংসদ নির্বাচন বর্জন না করলে বিএনপির এই দশা হতো না।’ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের ২৭তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনায় এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আসলে আজ বিএনপির রাজনীতিই খাদের কিনারায়। তারা (বিএনপি) আন্দোলনের নামে অতীতে পেট্রোলবোমা, ককটেল, আগুন দিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে। বিএনপি যদি গত সংসদ নির্বাচনে আসত তাহলে তাদের আজ এই অবস্থা হতো না।‘

বিএনপি বর্জন করার পরও গতবার নির্বাচন হয়েছে জানিয়ে সেতু মন্ত্রী বলেন,  এবারও তারা নির্বাচনে না আসলে ভোট হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘কেউ যদি নির্বাচনে না আসে তবে সে দোষ কার? সেই দায়ভার কার? নির্বাচনের ট্রেন তো আর কারো জন্য থেমে থাকে না। তারা সেই ট্রেন মিস করেছে। ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে আগুন সন্ত্রাস করে গণতন্ত্র রক্ষার নামে বিএনপি যে আন্দোলন করেছিল, তা জনগণ মেনে নেয়নি। এ কারণেই তারা পরবর্তীকালে কোনো আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। আর এই নৈরাশ্য থেকেই আজ দলটির নেতা-কর্মীরা দিশেহারা।’

বিএনপির ‘অপকর্মের’ জন্য মানুষ তাদেরকে কখনও ক্ষমা করবে না মন্তব্য করে কাদের বলেন, ‘পুড়িয়ে মানুষ হত্যার চেয়ে জঘন্য আর কী হতে পারে? জনগণ কি সেই দুঃসহ যন্ত্রণাময় অতীত ভুলে গেছে?’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ কখনো অগণতান্ত্রিক কথা বলে না, অগণতান্ত্রিক আচরণও করে না। বরং বিএনপি সব দিক থেকে এখন ব্যর্থ হয়ে অস্ত্রের ভাষায় কথা বলছে। তারা হাতুড়ি পিটিয়ে নিজেদের ঢোল বাজানোর চেষ্টা করছে।’

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘ডা. মিলন হচ্ছে গণতন্ত্রের প্রতীক। দিন দিন গণতন্ত্র প্রিয় জনগণের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হচ্ছেন ডাক্তার মিলন। এ দিবসটিতে পুষ্পস্তবক অর্পণসহ আলোচনা সভা দিন দিন বাড়ছে। তরুণদের অংশগ্রহণও বাড়ছে তাকে ঘিরে। এটা গণতন্ত্রের জন্য মিলনের ত্যাগের স্বীকৃতি।

স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের দাবিতে আন্দোলনে ১৯৯০ সালের ২৭ নভেম্বর গুলিতে নিহত হন চিকিৎসক মিলন। এই ঘটনাটি এরশাদবিরোধী আন্দোলনকে আরও বেগবান করে তুলে এবং ১০ দিনের মধ্যে তিনি পদত্যাগে বাধ্য হন। এই শোকাবহ ঘটনার স্মরণে ১৯৯১ সাল থেকে প্রতি বছর শহীদ ডা. মিলন দিবস পালিত হয়ে আসছে।

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন আয়োজিত আলোচনায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দীন।

সারাবাংলা/এইচএ/আইজেকে/নভেম্বর ২৭, ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর