Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৬

ঢাকা: বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) পদে রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নিয়োগ দিয়েছে সরকার। কোস্ট গার্ডের ১৫তম মহাপরিচালক হিসেবে তিনি রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীর স্থলাভিষিক্ত হবেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগের তথ্য জানানো হয়েছে। সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী প্রজ্ঞাপনে সই করেছেন।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ নৌ বাহিনীতে কর্মরত রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে বদলি করে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই প্রজ্ঞাপনে কোস্ট গার্ডের ১৪তম মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীকে ওই পদ থেকে সরিয়ে সশস্ত্র বাহিনীর অধীনে নৌ বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হয়েছে। মীর এরশাদকে এ বছরের ১৪ জানুয়ারি কোস্ট গার্ডের মহাপরিচালক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ৩১ জানুয়ারি তিনি এ পদে দায়িত্বভার গ্রহণ করেন।

সারাবাংলা/টিআর

কোস্ট গার্ড ডিজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর