Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে বিএনপির গাত্রদাহের হয়েছে: হাসান


২৭ নভেম্বর ২০১৭ ০৮:৩৩

সারাবাংলা প্রতিবেদক

বঙ্গবন্ধুর ঐ‌তিহা‌সিক ৭ মা‌র্চের ভাষণ বিশ্ব স্বীকৃ‌তিতে  বিএন‌পি নেতা‌দের গাত্রদা‌হের হয়েছে। এর ফলে তারা উল্টা-পাল্টা বক‌ছেন। এ অভিযোগ ক‌রে‌ছেন আওয়ামী লী‌গের প্রচার ও প্রকাশনা সস্পাদক হাছান মাহমুদ।

রাজধানীর ধানম‌ণ্ডির আওয়ামী লীগ সভাপ‌তির রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে ‌সোমবার দুপু‌রে এক সংবাদ স‌ম্মেল‌নে এমন মন্তব্য ক‌রেন তি‌নি।

হাছান মাহমুদ ব‌লেন, ‘বিএন‌পি ও তার মিত্ররা বছ‌রের পর বছর ধ‌রে এই  ভাষণ অস্বীকার ক‌রে আস‌ছেন। সে‌টি যখন আজ জা‌তিসংঘ থে‌কে স্বীকৃ‌তি পে‌ল, এ‌তে তা‌দের গাত্রদাহ হ‌চ্ছে। এ‌টিই  স্বাভা‌বিক। তা‌দের গাত্রদাহ হ‌চ্ছে বিধায় তারা উল্টা পাল্টা বক‌ছেন। ‌বিএন‌পি নেতা‌দের বল‌ব আহম্ম‌কের মতো মিথ্যাচার কর‌বেন না।’

তি‌নি আরও ব‌লেন, ‘যত‌দিন বিএন‌পি রাষ্ট্র ক্ষমতায় ছিল, তো দিন রাষ্ট্রীয় প্রচারয‌ন্ত্রে ৭ই মা‌র্চের ভাষণ বাজা‌নো নি‌ষিদ্ধ ছিল। তারা ক্রমাগতভা‌বে ই‌তিহাস বিকৃ‌তি ঘ‌টি‌য়েছে, ই‌তিহাস‌কে অস্বীকার ক‌রে‌ছে। এখন তারা বঙ্গবন্ধুর এই  ভাষণ‌কেও অস্বীকার কর‌ছে।’

বিএন‌পির গাত্রদাহ হওয়াটাকে স্বাভা‌বিক আখ্যা‌য়িত ক‌রে আওয়ামী লী‌গের এ নেতা ব‌লেন, ‘আজ‌কে জা‌তিসংঘ যখন ৭ই মা‌র্চের ভাষণ‌কে অনন্য দলীল হি‌সে‌বে স্বীকৃ‌তি দি‌য়ে‌ছে, তখন খা‌লেদা জিয়াসহ বিএন‌পির নেতা‌দের গাত্রদাহ হওয়াটাই  স্বাভা‌বিক। ’

‌তি‌নি আরও ব‌লেন, ‘এই  স্বীকৃ‌তি আওয়ামী লী‌গের অর্জন নয়, এটা জা‌তির অর্জন, রা‌ষ্ট্রের অর্জন। ‌সে কার‌ণেই  জা‌তির বি‌ভিন্ন স্ত‌রের মানুষ, রা‌ষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা স্বাগত জানা‌চ্ছে। ’

বিজ্ঞাপন

সম্প্র‌তি ২৫ তা‌রি‌খের সমাবে‌শ নি‌য়ে  বিএন‌পির মহাস‌চি‌বের করা সমা‌লোচনার জবা‌বে তি‌নি ব‌লেন, ‘ওই সমাবেশ আওয়ামী লী‌গের কোনো দলীয় কর্সসূ‌চি ছিল না। সেখা‌নে আওয়ামী লী‌গের দলীয় কোনো নেতা বক্তব্য রা‌খেননি, সেখা‌নে সরকা‌রের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রে‌খে‌ছেন, দে‌শের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা বক্তব্য রে‌খে‌ছেন।’

‌বিএন‌পি নেতা ‌রিজভী আহ‌ম্মে‌দের বক্ত‌ব্যের কড়া সমা‌লোচনা ক‌রে হাছান ব‌লেন,‘ তি‌নি ইদা‌নীংকা‌লের কথাবার্তা শালীনতা হা‌রি‌য়ে‌ছে। তি‌নি অশা‌লীনভা‌বে প্রধানমন্ত্রীর সম্পর্কে যে কথা বলেন আমরা তীব্র নিন্দা জানাই। তার কথাগু‌লো বদ্ধ উন্মা‌দের প্রলা‌পের মতো।’

এত বছর পর কেন ঢাকঢোল পি‌টি‌য়ে নে‌মে‌ছে ঐ‌তিহা‌সিক ৭ই মা‌র্চের ভাষণ নি‌য়ে বিএন‌পি মহাস‌চিব মীর্জা ফকরু‌লের বক্ত‌ব্যের সমা‌লোচনায় তি‌নি ব‌লেন, ‘আমরা এত দিন ধ‌রে ব‌লে আস‌ছি বিএন‌পি ই‌তিহাস বিকৃ‌তি ক‌রে‌ছে, বঙ্গবন্ধুর ভাষণ‌কে নির্বা‌সিত করার চেষ্টা ক‌রে‌ছে। মীর্জা ফবরুল ইসলা‌মের বক্ত‌ব্যের মাধ্য‌মে আ‌গের করা অ‌ভি‌যোগগু‌লো‌ আ‌রো খোলাসা হয়েছে। ’

সংবাদ স‌ম্মেল‌নে আ‌রও উপ‌স্থিত ছি‌লেন, আওয়ামী লী‌গের উপ দপ্তর সস্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার উপ ক‌মি‌টির সদস্য রা‌শেদুল ইসলাম রা‌সেল প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/আইজেকে/নভেম্বর ২৭, ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর