Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৬:২১ | আপডেট: ৩ মে ২০২৫ ১৯:৫৫

মৃত নির্মাণ শ্রমিক মারুফ হোসেন

লালমনিরহাট: লালমনিরহাটে সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে মারুফ হোসেন (২০) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়েছেন রহিম মিয়া নামের আরেকজন শ্রমিক।

শনিবার (৩ মে) দুপুরে সদর উপজেলার নিজপাড়া এলাকার জহুরুলের বাড়িতে নির্মাণ কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মারুফ হোসেন সদর উপজেলার হারাটি ইউনিয়নের দক্ষিণ হিরামানিক এলাকার আব্দুল খালেকের ছেলে।

জানা গেছে, দুপুরে নির্মাণ শ্রমিক মারুফ ও রহিম ওই বাড়িতে সেফটিক ট্যাংকের নির্মাণ কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। এতে মারুফ হোসেনের মৃত্যু হয়। রহিম মিয়া গুরুতর অসুস্থ হন।

লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, সেফটিক ট্যাংকের নির্মাণ কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু হয়েছে। অপরজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সারাবাংলা/এসআর

বিষাক্ত গ্যাসে মৃত্যু লালমনিরহাট শ্রমিকের মৃত্যু সেফটিক ট্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর