Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৫:৫৫ | আপডেট: ৩ মে ২০২৫ ১৫:৫৮

ভাঙচুরের পরের পরিস্থিতি।

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, শাহিনুর নামের এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হন। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা ফের জরুরি বিভাগে ফিরে এসে কর্তব্যরত স্টাফদের সঙ্গে তর্কবিতর্কে জড়ান। এক পর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে স্টাফদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।

হামলার সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই মুহূর্তে জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল আহমেদ বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে জরুরি বিভাগে হামলা চালানো হয়েছে। এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে জরুরি বিভাগে সেবা দেওয়ার মতো পরিবেশ নেই।’

পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মানিক বলেন, ‘আমি রোগীর সঙ্গে ছিলাম। কারা ভাঙচুর করেছে আমি জানি না। আমি সেখানে ছিলাম।’

সারাবাংলা/এসডব্লিউ

সাতক্ষীরা সদর হাসপাতালে ভাঙচুর