Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৬:২৬

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফরহাদ উদ্দিন ভূঁইয়া (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (৩ মে) সকাল ৭টার দিকে ভবেরচর এলাকায় ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফরহাদ উদ্দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর গ্রামের কাশেম ভূঁইয়ার ছেলে।

ভবেরচর হাইওয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে মোটরসাইকেলে ঢাকার দিকে যাচ্ছিলেন ফরহাদ উদ্দিন। পথে সকাল ৭টার দিকে ভবেরচর এলাকায় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় যায়। চালক প্রায় ১৫ ফুট দূরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভবেরচর হাইওয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ ফাঁড়িতে রয়েছে।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর