Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৬:৫৩ | আপডেট: ৩ মে ২০২৫ ১৯:৫৫

নিহত ফরহাদের মরদেহ

নওগাঁ: নওগাঁর সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফরহাদ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর দুই বন্ধু।

শনিবার (৩ মে) দুপুরে উপজেলার মানিকুড়া-জবই বিল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন (২০) পত্নীতলা উপজেলার মধুইল আলিয়া মাদরাসা পাড়া এলাকার সায়েম আলীর ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরহাদ তার দুই বন্ধুসহ একটি মোটরসাইকেল ভাড়া করে ঘুরতে বের হন। এসময় দ্রুতগতিতে জবই বিল যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলে মারা যায় ফরহাদ। আহত হন বন্ধু রিফাত ও শিশির আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর

নওগাঁ যুবক নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর