Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২৫ ১৭:১০ | আপডেট: ৩ মে ২০২৫ ১৭:৩৩

ছবি: সংগৃহীত

কাশ্মীর পেহেলগামে হামলা নিয়ে বেশ কয়েকদিন ধরেই পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনায় মধ্যেই এবার পাকিস্তান দাবি করছে, দেশটি ৪৫০ কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ‘আবদালি’ অস্ত্র ব্যবস্থা নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি ‘সিন্ধু মহড়া’র অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

শনিবার (৩ মে) এনডিটিবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি করা হয়েছে। প্রতিবেশী দেশটির যেকোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ভারত গুরুতর উস্কানি হিসেবে দেখছে।

এদিকে পাকিস্তান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত ন্যাভিগেশন সিস্টেম ও গতিশীলতা পরীক্ষা করা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং অন্যান্য সামরিক প্রধানরা দেশের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং প্রযুক্তিগত দক্ষতার উপর ‘পূর্ণ আস্থা’ প্রকাশ করেছেন বলেও জানানো হয়েছে।

ভারত অভিযোগ করেছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্তে নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে ভারতকে উত্তেজিত করার চেষ্টা করছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল বিকেলে কাশ্মীরের পেহেলগামে ওই হামলা হয়। সন্ত্রাসীরা জঙ্গল থেকে বেরিয়ে পর্যটকদের ওপর গুলি চালাতে থাকেন। বার্তা সংস্থা এএফপিক জানিয়েছিল, ‍ওই হামলায় নিহত মানুষের সংখ্যা ২৬।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর