Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৭:২০

নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পতেঙ্গায় সাগরতীর থেকে নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। তারা নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে পতেঙ্গায় আসে বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর পতেঙ্গা থানার খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ৩৫ জনের মধ্যে ১৯ জন শিশু। তারা সবাই নোয়াখালীর ভাসানচরে সরকারি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। গত (শুক্রবার) রাতে অবৈধভাবে ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম নগরীতে আসে এবং পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় অবস্থান নেয়।

আটকের পর তাদের নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পালিয়ে আসা এক রোহিঙ্গা পুরুষ সাংবাদিকদের জানান, মাথাপিছু দুই হাজার টাকা করে নিয়ে ভাসানচরের স্থানীয় দুই দালাল তাদের ক্যাম্প থেকে বের করে। রাত ১টায় তাদের নৌকায় তুলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গার উদ্দেশে রওনা দেয়। ভোরে পতেঙ্গায় পৌঁছানোর পর তাদের সেখানে রেখে দুই দালাল চলে যায়। তাদের চট্টগ্রাম থেকে সড়কপথে কক্সবাজারের উখিয়ায় পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই দালালেরা চলে যায়।

সারাবাংলা/আরডি/এসডব্লিউ

চট্টগ্রামে রোহিঙ্গা আটক