শরীয়তপুরে বিএনপি নেতাকে জরিমানা, ভেকু মেশিন জব্দ
৩ মে ২০২৫ ১৭:৩২
শরীয়তপুর: অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার দায়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল হক নান্টু মালতকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একটি ভেকুটি জব্দ করা হয়েছে।
শনিবার (৩ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহেরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২ মে) সন্ধ্যায় উপজেলা আরশিনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোজাহেরুল হক। এ সময় ভেকু মালিক, সখিপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজমল হক নান্টু মালতকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের একটি মামলায় এক লাখ টাকা জরিমানা করা হয় এবং একটি ভেকুটি জব্দ করা হয়েছে।
পরে জব্দ করা ভেকুটি স্থানীয় জনপ্রতিনিধির দায়িত্বে রাখা হয়।
ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহেরুল হক বলেন, ‘ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার কোনো সুযোগ নেই। কৃষি জমি শ্রেণি পরিবর্তন সম্পূর্ণভাবে নিষেধ। ড্রেজার এবং ভেকু দিয়ে কেউ যাতে কৃষি জমি নষ্ট না করে সেদিকের কথা চিন্তা করে সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। আজকে আরশিনগর ইউনিয়ন এলাকার একটি গ্রাম থেকে ভেকু মেশিনের মাধ্যমে ভেকু মালিক আজমল হক নান্টু মালত ফসলি জমি কাটছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের একটি মামলায় এক লাখ টাকা জরিমানা করে ভেকুটি জব্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
সারাবাংলা/এসডব্লিউ