Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাধ্যমিকের অসচ্ছল, এতিম ও দুস্থ শিক্ষার্থীদের ভর্তিতে সহায়তা দেবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ৩ মে ২০২৫ ২০:৪২

– (সংগৃহীত ছবি: প্রতীকী )

ঢাকা: মাধ্যমিকের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) প্রতিবন্ধী, এতিম এবং দুস্থ ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতে সহায়তা দেবে সরকার। শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। আগ্রহীদের আগামী ২২ মে’র মধ্যে আবেদন করতে হবে।

জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও সমমান শ্রেণিতে ভর্তি হওয়া অথবা অধ্যয়নরত যোগ্য শিক্ষার্থীরা এই সুবিধার জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

বিজ্ঞাপন

ট্রাস্টের ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে।

ট্রাস্টের ওয়েবসাইটে দেয়া তথ্যে জানা গেছে, প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, নদী ভাঙন পরিবারের সন্তান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তান এই ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এ জন্য শিক্ষার্থীদের তাদের দাবির স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে।

আগ্রহী শিক্ষার্থীদের https://www.eservice.pmeat.gov.bd/admission ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য জেনে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে ওয়েবসাইটে ভর্তি সহায়তার জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্রের ফরম এবং আবেদন প্রক্রিয়াও বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে।

উল্লেখ্য, শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/আরএস

মাধ্যমিকের অসচ্ছল এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা