Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে ঘোড়ার গাড়ি চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৮:৩৩ | আপডেট: ৩ মে ২০২৫ ১৮:৩৫

প্রতীকী ছবি

টাঙ্গাইল: জেলার সখীপুরে ঘোড়ার গাড়িতে গাছের গুঁড়ি ওঠানোর সময় গাছের গুঁড়ি নিচে চাপা পড়ে মজনু মিয়া (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দক্ষিণ দেওবাড়ি গ্রামের চাকলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মজনু মিয়া উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মজনু মিয়া ওই এলাকার কাঠ ব্যবসায়ী তারু মিয়ার নিয়মিত মালামাল বহন করতেন। সকালে ঘোড়ার গাড়িতে গাছের গুঁড়ি ওঠানোর সময় অসাবধানতাবশত একটি গাছের গুঁড়ি তার ওপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ঘোড়ার গাড়ি চালক নিহত