Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানখেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৯:১১ | আপডেট: ৩ মে ২০২৫ ২২:৫২

বিদ্যুৎস্পৃষ্টের প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বোরো ধানখেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল গণি (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ মে) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান রোড নারায়নগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল গণি ওই এলাকার তাসু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে ধানখেতে পানি সেচ দিতে বের হন আব্দুল গণি। এ সময় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আহত হয়ে মাটিতে পড়ে থাকেন। এদিকে দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজন। পরে স্থানীয় আরেক কৃষক ধানখেতে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, প্রাথমিক সুরতহাল শেষে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই

কৃষক কৃষক নিহত কৃষকের মৃত্যু নিহত বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর