সাতক্ষীরা সদর হাসপাতালে ভাঙচুর
স্বেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার
৩ মে ২০২৫ ১৯:২০ | আপডেট: ৩ মে ২০২৫ ১৯:২৫
সাতক্ষীরা: সাতক্ষীরা সদর হাসপাতালে দলীয় হাঙ্গামা সৃষ্টির অভিযোগে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিককে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩ মে) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক পত্রে তাকে বহিষ্কার করা হয়।
ওই পত্রে আরও বলা হয়েছে, ‘জেলার দায়িত্বশীল নেতা হয়েও দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি এবং একজন স্কুল শিক্ষকের সঙ্গে অসদাচরণ ও সংঘাতমূলক কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।’
আরও পড়ুন: সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর
প্রসঙ্গত, সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে।
জানা যায়, শাহিনুর নামের এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হন। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা ফের জরুরি বিভাগে ফিরে এসে কর্তব্যরত স্টাফদের সঙ্গে তর্কবিতর্কে জড়ান। এক পর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে স্টাফদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।
বিএনপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার হাসপাতালে ভাঙচুরের অভিযোগ