Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ২২:০৬ | আপডেট: ৪ মে ২০২৫ ০১:৪৩

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস

ঢাকা: রাজধানীর পুরান পল্টনের সাব্বির টাওয়ার নামে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে ভবনটির টপ ফ্লোরে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি জানান, ১১ তলা বিশিষ্ট ওই ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে। রাতে হঠাৎ ওপরের তলায় আগুন লাগে। খবর পেয়ে রাত ৮টা ৩২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পর্যায়ক্রমে আরও সাতটি ইউনিট যুক্ত হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি।

সারাবাংলা/আরএম/এইচআই

অগ্নিকাণ্ড আগুন পল্টন ফায়ার সার্ভিস সাব্বির টাওয়ার