আইপিএল ২০২৫
৩০০ ছক্কায় কোহলির অনন্য কীর্তি
৪ মে ২০২৫ ১০:০৩
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তার রেকর্ডের কমতি নেই। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির হয়ে আরেকটি অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে দলের হয়ে ৩০০তম ছক্কা হাঁকিয়েছেন কোহলি। স্বীকৃতি টি-২০তে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড ছুঁয়েছেন তিনি।
আইপিএলের গোড়াপত্তনের পর থেকেই বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। দীর্ঘ ১৭ বছরে কখনোই অন্য দলের হয়ে খেলেননি তিনি। লম্বা এই ক্যারিয়ারে বেঙ্গালুরুর হয়ে গত ম্যাচের আগ পর্যন্ত ২৯৯টি ছক্কা মেরেছিলেন কোহলি।
চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের তৃতীয় ওভারেই খলিল আহমেদকে ছক্কা মেরে ৩০০ ছুঁয়েছেন কোহলি। ম্যাচ শেষে বেঙ্গালুরুর জার্সিতে তার ছক্কা সংখ্যা ৩০৪টি।
স্বীকৃতি টি-২০তে এক দলের হয়ে সবার আগে ৩০০ ছক্কার মাইলফলক ছোঁয়া ব্যাটার এখন কোহলি। সর্বোচ্চ ছক্কার এই তালিকায় কোহলির পরেই আছেন বেঙ্গালুরুর সাবেক মারকুটে ব্যাটার ক্রিস গেইল। দলের হয়ে তার ছক্কার সংখ্যা ২৬৩টি। তৃতীয় স্থানে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২৬২ ছক্কা হাঁকানো রোহিত শর্মা।
চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে আরেকটি রেকর্ড গড়েছেন কোহলি। স্বীকৃতি টি-২০তে এক ভেন্যুতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও এখন তার। বেঙ্গালুরুর এম চিন্নোসোয়ামি স্টেডিয়ামে তার ছক্কার সংখ্যা ১৫৪টি। কোহলি ছাড়িয়ে গেছেন এই স্টেডিয়ামেই ১৫১ ছক্কা মারা গেইলকে। এক ভেন্যুতে ১৫০ ছক্কার রেকর্ড আর কারো নেই।
সারাবাংলা/এফএম