Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৫তম বিসিএসের লিখিতের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ০২:০৯ | আপডেট: ১৯ জুন ২০২৫ ১০:৫১

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। বুধবার (১৮ জুন) রাতে এই ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় মোট ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৩ সালে ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরে ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৫তম বিসিএসে দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে চিকিৎসা ক্যাডারে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এর পর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে।

https://bpsc.portal.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/npfblock//bcs45_written_Press%20Realease.pdf

এই ঠিকানায় ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।

সারাবাংলা/এনএল/পিটিএম

৪৫তম বিসিএস টপ নিউজ ফল প্রকাশ লিখিত পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর