Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ ম্যাচ পর মেসির গোল, জয়ের ধারায় ফিরল মায়ামি

স্পোর্টস ডেস্ক
৪ মে ২০২৫ ১০:৩৪

মেসির গোলে জিতল মায়ামি

ইন্টার মায়ামি ও লিওনেল মেসি, সময়টা ভালো যাচ্ছিল না কারোরই। অবশেষে ৪ ম্যাচ পর গোলের দেখা পেলেন মেসি। আর তার সেই গোলে ৩ ম্যাচ পর জয়ের দেখা পেল মায়ামি। ফ্লোরিডায় মেজর সকার লিগের ম্যাচে নিউইয়র্ক বুলসকে ৪-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরল মেসির দল।

আগের তিন ম্যাচে টানা হারে ধুঁকছিল মায়ামি। ৪ ম্যাচ ধরে গোলের দেখা পাচ্ছিলেন না মেসিও। ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক বুলসের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়েছে মায়ামি। ৯ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন পিকাল্ট। ৩০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ভেইগাইন্ট। ৩৯ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ৩-০ গোলের লিড নেয় মায়ামি। ৯ ম্যাচ পর ক্লাবের হয়ে গোলের দেখা পেলেন সুয়ারেজ।

বিজ্ঞাপন

৬৭ মিনিটে সেভোভিয়ার অ্যাসিস্টে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন মেসি। ২০২৫ সালে মায়ামির হয়ে ১৩ ম্যাচে এটি মেসির ৮ম গোল। নিজের ফুটবল ক্যারিয়ারে এটি তার ৮৫৯তম গোল।

এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে মায়ামির পয়েন্ট ২১, তারা আছেন তৃতীয় স্থানে। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কলম্বাস ক্রু। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ফিলাডেলফিয়া।

সারাবাংলা/এফএম

ইন্টার মায়ামি লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর