Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ পদে ১২০ জনকে নিয়োগ দেবে মেট্রোরেল

‎স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১০:২৭ | আপডেট: ৪ মে ২০২৫ ১২:৩৭

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ছবি: সংগৃহীত

ঢাকা: ‎ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) ২৪টি ক্যাটাগরিতে মোট ১২০ জন নিয়োগের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীদের অনলাইনে http://dmtcl.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আরেদন করতে হবে। ‎আর আবেদনের শেষ সময় ৪ জুন।

১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)
‎পদসংখ্যা: ১
‎বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা

‎২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ)
‎পদসংখ্যা: ১
‎বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা

‎৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এস্টেট/লিগ্যাল)
‎পদসংখ্যা: ২
‎বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা

‎৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা)
‎পদসংখ্যা: ১
‎বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা

‎‎৫. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা
‎পদসংখ্যা: ৩
‎বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

‎৬. পদের নাম: অর্থ কর্মকর্তা
‎পদসংখ্যা: ১
‎বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

‎‎৭. পদের নাম: জুনিয়র রাজস্ব কর্মকর্তা
‎পদসংখ্যা: ২
‎বেতন: মূল বেতন ২৫,৯৯০ টাকা

‎‎৮. পদের নাম: অর্থ সহকারী
‎পদসংখ্যা: ১
‎বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

‎‎৯. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
‎পদসংখ্যা: ৫
‎বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

‎‎১০. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন)
‎পদসংখ্যা: ৬
‎বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

‎১১. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস প্ল্যানিং/ট্রেনিং/বাজেট)
‎পদসংখ্যা: ১
‎বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

‎‎১২. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস স্পেশাল)
‎পদসংখ্যা: ১
‎বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

‎‎১৩. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস এয়ারকন)
‎পদসংখ্যা: ১
‎বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

‎‎১৪. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস ডোর)
‎পদসংখ্যা: ১
‎বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

‎‎‎১৫. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস বগি)
‎পদসংখ্যা: ১
‎বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

‎‎১৬. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস নিউম্যাটিকস)
‎পদসংখ্যা: ১
‎বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

‎১৭. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (পি-ওয়ে)
‎পদসংখ্যা: ১
‎বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

‎১৮. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (প্রকিউরমেন্ট)
‎পদসংখ্যা: ১
‎বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

‎‎১৯. পদের নাম: জুনিয়র মার্কেটিং অফিসার
‎পদসংখ্যা: ২
‎বেতন: মূল বেতন ২৫,৯৯০ টাকা

‎২০. পদের নাম: পেশ ইমাম
‎পদসংখ্যা: ১
‎বেতন: মূল বেতন ২৩,৪৬০ টাকা

‎২১. পদের নাম: মোয়াজ্জিন
‎পদসংখ্যা: ১
‎বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

‎‎২২. পদের নাম: সেমি স্কিলড মেইনটেইনার
‎পদসংখ্যা: ৮০
‎বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

‎‎‎২৩. পদের নাম: সেমি স্কিলড মেশিন অপারেটর (রোলিং স্টক)
‎পদসংখ্যা: ৪
‎বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

‎‎২৪. পদের নাম: সেমি স্কিলড ড্রাইভার (সিএমভি)
‎পদসংখ্যা: ১
‎বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

‎‎আবেদন করার নিয়ম:

‎যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা অনলাইনে এই ওয়েবসাইটের (http://dmtcl.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।

‎‎আবেদন ফি:

‎১-৬ এবং ৯-১৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ৭ ও ১৯ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা এবং ৮ ও ২০-২৪ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এমপি

চাকরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর