Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে বীজ আলুর দাম বৃদ্ধির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৭:১৮

কৃষকদের মানববন্ধন।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে আলু বীজের দাম বৃদ্ধি ও লোকসানের হাত থেকে রেহাই পেতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে কৃষকেরা। সংবাদ সম্মেলন শেষে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি বরাবর একটি স্মারকলিপি জমা দেন চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির চাষিরা।

রোববার (৪ মে) দুপুরে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অফিসের সামনে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে দাবি আদায়ে চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির সভাপতি মো. কামরুজ্জামান জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর আওতাভুক্ত কুড়িগ্রাম জোনের বীজ আলু উৎপাদনকারী চুক্তিভিত্তিক চাষিরা বিগত ১০ বছর যাবৎ বিএডিসিকে চুক্তিভিত্তিক বীজ আলু প্রদান করে আসছে। গত বছর আলুর বীজ বিএডিসি থেকে প্রতি কেজি গ্রেড ভেদে দাম নির্ধারিত ছিল ৪৫/৪৬ টাকা। বিক্রি দাম নির্ধারণ করা হয়েছিল গ্রেড ভেদে ৩৩/৩৪/৩৫ টাকা।

এ বছর বিএডিসি থেকে প্রতি কেজি বীজের ক্রয় মূল্য ছিল ৫৮/৬২/৭২ টাকা দরে। ক্রয়কৃত বীজ আলু রোপন, লেবার, সার-সেচ, কীটনাশক ও অন্যান্য খরচ মিলে প্রতি কেজি বীজ উৎপাদন করতে খরচ হচ্ছে প্রায় ৩০ টাকা।

চাষিরা আরও বলেন উৎপাদিত সব আলু বীজ হিসাবে গন্য করা হয় না। অনেক আলু বাদ পরে। এছাড়া আলুর উৎপাদন খরচ বেশি লাগে এবং বীজ আলু একর প্রতি খাওয়া আলু থেকে প্রায় ৯০ মন কম উৎপাদন হয়।

সব মিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন গ্রেড ভিত্তিক উৎপাদিত প্রতি কেজি আলু বীজের দাম এ বছর নির্ধারণ করেছে ২৬/২৮ টাকা। যা উৎপাদন খরচের তুলনায় কম এবং চুক্তিভিত্তিক বীজ আলু প্রদানকারী চাষীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ। যা চাষিদের পক্ষে উক্ত ক্ষতি পুষিয়ে উঠা কোনোভাবেই সম্ভব নয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএডিসি কতৃপক্ষকে প্রতি কেজি বীজ আলুর দাম ৪০ টাকা কেজি নির্ধারন করার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির সভাপতি মো. আব্দর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম, লুৎফর রহমানসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা চাষিরা।

সারাবাংলা/এনজে

দাম বীজ আলু মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর