Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজা কখন-কোথায়

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৭:৫৬

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজার সময়-স্থান নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ মে) রাত সাড়ে ৮টায় রাজধানীর ধানমন্ডি তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা হবে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি জানান, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা আজ বাদ এশা ধানমন্ডি তাকওয়া মসজিদে হবে। আগামীকাল (৫ মে) বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হবে।

এদিন বিকেল ৪টা ১০ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর