Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ, হুঁশিয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৮:১২

নীলফামারী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ মে) দুপুরে ডোমার ও ডিমলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে হাজারো নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ডিমলা উপজেলায় বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

একই সময়ে ডোমার বাজারের রেলঘুন্টি মোড়ে অনুষ্ঠিত পৃথক সমাবেশে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু ও সাধারণ সম্পাদক মোজাফফর আলী।

এসময় বক্তারা বলেন, ‘প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তারা বলেন, ১/১১ এর সময় তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছিল।’

বক্তারা অবিলম্বে তুহিনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে আরও বলেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রংপুর বিভাগ অচল করে দেওয়া হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। তাদের উপস্থিতিতে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ উপস্থিতিতে আন্দোলনের ধারাকে আরও বেগবান করার ঘোষণা দেন নেতারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবি নীলফামারী বিএনপির বিক্ষোভ হুশিয়ারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর