Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনা-স্টার লাইনের ১৯০ বাস জব্দের আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৮:৫৭ | আপডেট: ৪ মে ২০২৫ ২০:৩৪

এনা ও স্টার লাইনের বাস।

ঢাকা: এনা পরিবহন ও স্টারলাইন স্পেশাল লিমিটেডের ১৯০টি বাস জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে স্টারলাইনের রয়েছে ১১টি। এসব বাস ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত।

রোববার (৪ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন এসব গাড়ি জব্দ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগটি অনুসন্ধানে তিন সদস্যের দল গঠন করা হয়েছে। অনুসন্ধানে এনায়েত উল্লাহ, তার স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয়, মেয়ে চামশে জাহান নিশি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এসব রেজিস্ট্রেশনভুক্ত যানবাহন বা মোটরযানের তথ্য পাওয়া গেছে। অভিযুক্তরা এসব যানবাহন বা মোটরযান মালিকানা হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব যানবাহন জব্দের আদেশ দেওয়া প্রয়োজন।

সারাবাংলা/আরএম/এনজে

আদেশ এনা-স্টার লাইন বাস জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর