Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৯:৪২ | আপডেট: ৪ মে ২০২৫ ২০:০১

গ্রেফতার মো. জাকির হোসেন।

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে মো. জাকির হোসেন (৫০) নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে ২৫ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। এর আগে শনিবার (৩ মে) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. জাকির হোসেন উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও দক্ষিণ উজানচর মইজুদ্দিন মন্ডলপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুল করিম সংগীয় অফিসার ফোর্সসহ শনিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর লাল ভানুর গলির মাঝে আলাউদ্দিন বিশ্বাসের মুদি দোকানের সামনের রাস্তা থেকে ২৫ পুরিয়া হেরোইনসহ মো. জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি জানান, গ্রেফতার ইউপি সদস্যের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করে দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে

ইউপি সদস্য গ্রেফতার হেরোইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর