ঠাকুরগাঁওয়ের জুট মিলে আগুন, ৩ কোটি টাকার ক্ষতি
৪ মে ২০২৫ ২০:৪৩
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া সেনুয়া ব্রীজ সংলগ্ন সুপ্রিয় জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
রোববার (৪ মে) বিকেল পৌনে ৫টার দিকে অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও মিল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মিল চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তাৎক্ষণিক আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে মিলে থাকা ১ হাজার ৫শ মণ পাট পুড়ে যায়। এছাড়াও ৫০০ কেভির একটি জেনারেটর, ১ হাজার কেভির একটি ট্রান্সমিটার ও বিদ্যুতের একটি সাবস্টেশন আগুনে ক্ষতিগ্রস্থ হয়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. রেদওয়ান জানান, খবর পাওয়ার পর ৩টি ইউনিট ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সারাবাংলা/এসআর