১৫ বছরের অপেক্ষার অবসান, শিরোপা জিতলেন কেইন
৫ মে ২০২৫ ০৮:৩৪ | আপডেট: ৫ মে ২০২৫ ১০:০০
দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে আছে বহু ব্যক্তিগত অর্জন। কিন্তু এত অর্জনের মাঝেও ছিল বড় এক আক্ষেপ। জাতীয় দল বা ক্লাব, কখনোই যে কোনো টুর্নামেন্টের শিরোপা ছুঁয়ে দেখেননি হ্যারি কেইন! অবশেষে ঘুচল বহুদিনের সেই আক্ষেপ। বায়ার্ন মিউনিখের হয়ে নিজের ক্যারিয়ারের প্রথম ট্রফি জয়ের স্বাদ পেলেন কেইন। বুন্দেসলিগায় ফ্রাইবুর্গের বিপক্ষে নিজেদের ম্যাচে বেয়ার লেভারকুসেন ২-২ গোলে ড্র করায় ২ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জিতল বায়ার্ন।
টটেনহাম হটস্পারের হয়ে শিরোপা কাছাকাছি গিয়েছিলেন চারবার। তিনবার ফাইনাল হেরেছেন, একবার লিগে হয়েছেন রানার্সআপ। জাতীয় দলের হয়েও কেইন হেরেছেন দুটি ইউরো ফাইনাল। শিরোপার খোঁজে দুই মৌসুম আগে বায়ার্নে পাড়ি জমিয়েছিলেন কেইন।
তবে জার্মানিতে এসেও ভাগ্য সহায় হয়নি কেইনের। গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হলেও সেবার ১১ বছর পর লিগ শিরোপা হাতছাড়া হয়েছে বায়ার্নের। ‘হ্যারি কেইন কার্স’ কী আদৌ কোনোদিন কাটবে, প্রশ্ন উঠেছিল এমনটাই।
শেষ পর্যন্ত এই মৌসুমেই কাটল সেই ‘অভিশাপ’। মৌসুমজুড়ে দুর্দান্ত পারফর্ম করা বায়ার্ন গত ম্যাচেই জিততে পারত শিরোপা। অন্তিম মুহূর্তে গোল হজম করে ড্র করায় অপেক্ষা বেড়েছে তাদের। সেই ম্যাচে অবশ্য নিষেধাজ্ঞার কারণে মাঠে নামা হয়নি কেইনের, খেলা দেখেছেন গ্যালারি থেকেই।
বায়ার্নকে অবশ্য পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। লেভারকুসেন-ফ্রাইবুর্গ ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় মাঠে না নেমেই শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন। লিগের দুই ম্যাচ বাকি থাকতে লেভারকুসেনের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছেন তারা।
এই জয়ে জার্মান লিগের ইতিহাসের রেকর্ড ৩৪তম শিরোপা জিতল বায়ার্ন। তাদের ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি শিরোপা জিতেছে নুমেনবার্গ।
সারাবাংলা/এফএম