৩৪ শিরোপায় জার্মান লিগের ‘রাজা’ বায়ার্ন
৫ মে ২০২৫ ০৯:৫১
জার্মান লিগের গোড়াপত্তনের পর থেকেই চলছে তাদের দাপট। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের যেন একছত্র আধিপত্য। গত মৌসুমে শিরোপা হাতছাড়া হওয়ার পর এই মৌসুমে এসে আবারও লিগ শিরোপা জিতল বায়ার্ন। এই জয়ে জার্মান ফুটবলের ইতিহাসে রেকর্ড ৩৪তম শিরোপা ঘরে তুলল বায়ার্ন।
বুন্দেসলিগা মানেই যেন বায়ার্নের শিরোপা জয়। সেই ১৯৩২-৩৩ মৌসুম থেকে শুরু। সেবার নিজেদের ইতিহাসে প্রথমবার লিগ শিরোপা জিতেছিল বায়ার্ন। এরপর বছরের পর বছর চলেছে বায়ার্নের দাপট। লিগে খুব কম ক্লাবই তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পেরেছে।
এই মৌসুমে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন। এটি তাদের ইতিহাসের ৩৪তম শিরোপা। বুন্দেসলিগার ইতিহাসে এত শিরোপা জয়ের রেকর্ড নেই আর কারোরই। বায়ার্ন রানার্সআপ হয়েছে মোট ১০ বার।
সবশেষ ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১১বার জার্মান লিগ জিতেছিল বায়ার্ন। গত মৌসুমে বায়ার্নকে চমকে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বেয়ার লেভারকুসেন। এক মৌসুম পর আবারও শিরোপা ফিরে পেল জার্মান জায়ান্টরা।
জার্মান লিগের শিরোপায় বায়ার্নের ধারেকাছেও নেই কেউ। ৯ শিরোপা জিতে দ্বিতীয় স্থানে আছে এফসি নুরবার্গ। ৮ শিরোপা নিয়ে তৃতীয় স্থানে আছে বরুশিয়া ডর্টমুন্ড।
৭ শিরোপা জিয়ে চতুর্থ স্থানে আছে শালকে। ৬টি লিগ শিরোপা আছে হামবুর্গের। ৫টি করে শিরোপা আছে বরুশিয়া মগ্লাডবাখ ও স্টুটগার্টের।
সারাবাংলা/এফএম