Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’

আন্তর্জাতিক ডেস্ক
৫ মে ২০২৫ ১০:৫১ | আপডেট: ৫ মে ২০২৫ ১১:০৫

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন করা হয়েছে।

ইরান আনুষ্ঠানিকভাবে তাদের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন করেছে। ১২০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই পাল্লার ক্ষেপণাস্ত্রে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে।

রোববার (৪ মে) উন্মোচিত ‘কাসেম বাসির’কে শহিদ হাজ কাসেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি হালনাগাদ সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে।

সামরিক কর্মকর্তাদের মতে, ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেড ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। ফলে মিসাইলটি এখন আরও কার্যকর। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতেও সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্রটি ১২০০ কিলোমিটারেরও বেশি দূর থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। বিচ্যুতি বা জিপিএস নেভিগেশনের ওপর নির্ভরতা ছাড়াই এই ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করেছে।

নাসিরজাদেহ দাবি করেছেন, ক্ষেপণাস্ত্রটি নির্দেশিকা এবং চালচলন উভয় দিক থেকেই উন্নত করা হয়েছে। যা এটিকে বিভিন্ন স্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে বাইপাস করার সক্ষমতাও দিয়েছে।

ইরানি প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, পরীক্ষার সময়, ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে তীব্র ইলেকট্রনিক হস্তক্ষেপ প্রয়োগ করা হয়েছিল। তবুও এটি অক্ষত ছিল। পরস্পরবিরোধী কথা বলার জন্য ইরানি প্রতিরক্ষামন্ত্রী ওয়াশিংটনের সমালোচনা করেছেন।

‘কাসেম বাসির’ একটি তাপীয় ইমেজিং নির্দেশিকা ব্যবস্থা সজ্জিত ক্ষেপণাস্ত্র। নতুন সংস্করণ এর নির্ভুলতা বাড়িয়ে এটিকে ইলেকট্রনিক যুদ্ধ প্রতিরোধী করে তুলেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র 'কাসেম বাসির'