বন্ডের মাধ্যমে ১৫০০ কোটি টাকা সংগ্রহ করবে পূবালী ব্যাংক
৫ মে ২০২৫ ১৪:১০ | আপডেট: ৫ মে ২০২৫ ১৪:৫২
ঢাকা: মূলধন ঘাটতি পূরণে বন্ডের মাধ্যমে ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার তালিকাভুক্ত দেশের বেসরকারি বাণিজ্যিক পূবালী ব্যাংক।
সোমবার (৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রাপ্ত তথ্য মতে, টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে এই পঞ্চম সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করা হবে।
ডিএসই’র ওয়েবসাইটে বলা হয়েছে, কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা সংক্রান্ত নির্দেশিকা অনুসারে বাসেল-৩ এর মানদণ্ড অনুযায়ী ব্যাংকের মূলধন শক্তিশালী করতে পঞ্চম (৫ম) সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করে ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং প্রযোজ্য নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা মেনে চলার উপর নির্ভর করবে।
এদিকে আজ দুপুর ১টা পর্যন্ত ডিএসইতে পূবালী ব্যাংকের শেয়ারের দাম ০.৩৫ শতাংশ বেড়ে ২৮.৪ টাকায় দাঁড়িয়েছে।
চলতি বছরের গত ৩১শে মার্চ পর্যন্ত তথ্য অনুযায়ী, পূবালী ব্যাংকের ৩৯.৭০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে ছিল, এরপর ৩১.৪৯ শতাংশ স্পন্সর বা পরিচালক এবং ২৮.৬৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। ব্যাংকটিতে বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার এক শতাংশেরও কম।
সারাবাংলা/আরএস