বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ব্যাহত
৫ মে ২০২৫ ১৩:২০
যশোর: বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসে লিংক অনলাইন সিস্টেম কাজ না করায় বাংলাদেশের পণ্য আমদানি ও রফতানি বিঘ্নিত হচ্ছে।
গত ২৮ এপ্রিল থেকে পেট্রাপোল বন্দরে পণ্যজট দেখা দিয়েছে। বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ৯৩৭টি ট্রাক পেট্রাপোল বন্দরে দাঁড়িয়ে আছে।
ভারতে পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, পেট্রাপোল কাস্টমস ও বন্দরে লিংক সার্ভিস টাটা কোম্পানি দিয়ে থাকে। গত সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ঝড়ের পর লিংক সমস্যা দেখা দিয়েছে। টাটার কলকাতা অফিস সমস্যার সমাধান করতে পারেনি। এখন দিল্লির ডি জি সিস্টেম মনিটর করছে। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ অনলাইন সিস্টেমের বিকল্প হিসেবে ম্যানুয়াল পদ্ধতিতে কিছু পণ্য ছাড় করছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘আমরা পেট্রাপোল বন্দরে সর্বদা কথা বলে যাচ্ছি। তারা বলছে, তাদের সমস্যাটা দ্রুতই সমাধান হয়ে যাবে। আশা করা যায় দু-একদিনের ভিতরে এই লিংকটা ঠিক হবে। তাদের লিংক না থাকায় ভারত থেকে বাংলাদেশে আমদানি রফতানি কিছুটা ব্যাহত হচ্ছে।’
সারাবাংলা/এসডব্লিউ